মোঃ শাহাজাদা হিরা::৯ সেপ্টেম্বর বুধবার সকাল ১১ টার দিকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমি বরিশাল বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে। মুজিববর্ষ উপলক্ষ্যে অনলাইন কুইজ, আবৃত্তি ও অঙ্কিত চিত্রকর্মের পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) বরিশাল প্রশান্ত কুমার দাস।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা বরিশাল পঙ্কজ রায় চৌধুরী, সাংস্কৃতিজন এস এম ইকবাল, সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী। এসময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেল, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, সাংস্কৃতিজন সৈয়দ দুলালসহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে সংক্ষিপ্ত এক আলোচনা সভা শেষে জেলা প্রশাসনের আয়োজনে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত তিনটি বিষয়ে অনলাইন কুইজ, আবৃত্তি ও অঙ্কিত চিত্রকর্মে বিজয়ীদের মাঝে পুরস্কার এবং সনদ বিতরণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমানসহ অন্যান্য অতিথিবৃন্দ।