এইতো আমার দেশ (২৪-০৯-১৬)
………………………………আর-এম ।
রক্তাত্ত মোর দেশের মাটি
বাকরুদ্ধ সব আবেক,
কাঁটা তাড়ের বেড়ায় ঝুলছে দেখ
সব মানুষের বিবেক ।
নির্বাসিত স্বাধিন জনতা
পদদলিত হচ্ছে নৈতিকতা,
ধর্ষিত মোর গনতন্ত্র
বিপন্ন প্রায় স্বাধিনতা ।
হত্যা যজ্ঞের বেহায়াপনায়
বিপর্যস্ত জনজীবন,
কে আছ মোরে ফিরিয়ে দিবি
স্বাধিনতার সুখ-খন ।
(Visited ৫ times, ১ visits today)