যা পাখি উড়তে দিলাম তোকে
……………..আর- এম।
ফিরে গেছি আমি রোজ
সকাল কিবা রাত,
তবুও বুকের খাঁচা খুলে
বাড়িয়েছি হাত ।
তোকে ধরে রাখতে
এ মন হায়,
দারুন দুপুর, দূসর বিকেল
সর্বশান্ত সন্ধায় ।
তবুও তোর নতুন কিছু পাওয়ার আশায়
নিত্য নতুন নেশা,
তাই পাখি আজ উড়তে দিলাম তোকে
যা পাখি খুঁজে নে নতুন ভালোবাসা ।ন
(Visited ১০১ times, ১ visits today)