বরিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, সিনিয়র সাংবাদিক, বরিশাল সম্পাদক পরষিদরে সাধারন সম্পাদক, সাহসী সাংবাদিক এস.এম জাকির হোসেনসহ পাঁচ সাংবাদিকের নামে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে কাঁঠালিয়া প্রেসক্লাব।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১ টায় কাঁঠালিয়া প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাব সভাপতি মো: বাদল হাওলাদরের সভাপতিত্বে ন্দিা প্রস্তাব আনা হয়। যা সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
সভায় ক্ষুব্ধ সাংবাদিকরা বলেন, পত্রিকা মারফর জানতে পারলাম যারা মামলা দিয়েছে তারা সংঘবদ্ধ অপশক্তি। সাংবাদিকদের সঠিক নেতৃত্বকে বির্তকিত করতে মিথ্যা মামলা প্রদান করেছে। মামলা প্রত্যাহার না করলে কাঁঠালিয়া প্রেসক্লাব কঠোর কর্মসূচি দেবে।
এই সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাধারন সম্পাদক, মো: সফিকুল ইসলাম রাসেল সিকদার, সহ-সভাপতি, মাওলানা আ: সত্তার, সাংগঠনিক সম্পাদক, সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান সোহাগ, যুগ্ম-সাধারণ সম্পাদক, মো: রবিউল ইসলাম, সহ-সংগঠনিক সম্পাদক, মো: মোছাদ্দেক বিল্লাহ, ক্যাশিয়ার মো: হারুন অর রশিদ সিকদার, সদস্য, মো: তুহিন সিকদার, মো: জসিম উদ্দিন, প্রচার ও প্রকাশনা সম্পাদক, মো: শাওন মিয়াজি, পিন্টু সেন, মো:সফিকুল ইসলাম, প্রশান্ত কুমার দাস প্রমুখ।