আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে নগরীর চাঁদমারী এলাকায় অবৈধভাবে জমি দখলের চেষ্টাকালে পুলিশি হস্তক্ষেপে নির্মাণ কাজ বন্ধ করে দেয়া হয়েছে।
সোমবার সকাল ১০ টার দিকে নগরীর চাঁদমারী এলাকায় ব্যবসায়ী মোঃ মানিক হোসেন’র ক্রয়কৃত জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবৈধভাবে প্রাচীর নির্মাণ করে জমি দখলের চেষ্টা চালান মোঃ ফজলুল রহিম।
জমির মালিক মানিক হোসেন তাৎক্ষণিক বিষয়টি কোতয়ালী মডেল থানার ওসি মোঃ নুরুল ইসলামকে জানালে তিনি ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠান। এসময় এস,আই মেহেদী ফজলুল রহিমের দেয়াল নির্মাণ কাজ বন্ধ করে দেন।
এবিষয়ে জানার জন্য কোতয়ালী মডেল থানার ওসি নুরুল ইসলামের কাছে মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও তিনি কল রিসিভ করেননি।
(Visited ৪ times, ১ visits today)