দাঙ্গাল’–এর জন্য ফিল্মফেয়ার অনুষ্ঠানে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন আমির খান। মঙ্গলবারই ৫২ বছর পূর্ণ হল তার। ‘দাঙ্গাল’ যা হিট করেছে তাতে জাতীয় পুরস্কারও পেতে পারে ছবিটি। আর তা যদি হয় সেক্ষেত্রে জাতীয় পুরস্কারের মঞ্চে যেতে হবে আমিরকে। কিন্তু এখানেই তার তীব্র অনীহা।
মঙ্গলবার আমির পরিষ্কার জানিয়ে দিলেন, ‘জাতীয় পুরস্কারের মঞ্চে আমাকে দেখতে পাবেন না। দর্শকদের প্রতিক্রিয়াই আমার কাছে শ্রেষ্ঠ পুরস্কার। এই বিষয়ে এর বেশি কিছু বলব না।’
আসল সত্যিটা হল, ১৯৯৬ সালে রঙ্গিলায় মুন্নার চরিত্রে দুরন্ত অভিনয় করার পরও জাতীয় পুরস্কার তার ভাগ্যে জোটেনি। সেবার ‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’ ছবিতে রাজ এর চরিত্রে অভিনয় করে সেরার পুরস্কার ছিনিয়ে নিয়েছিলেন শাহরুখ খান। এরপর থেকেই জাতীয় পুরস্কারের অনুষ্ঠানে একবারও দেখা যায়নি আমিরকে।
এবারও তার ব্যতিক্রম হবে না। যদি ‘দাঙ্গাল’ পুরস্কারের জন্য মনোনীত হয়। সিদ্ধান্ত কোনওভাবেই বদলাবেন না আমির। ‘দাঙ্গাল’–এ মহাবীর সিং ফোগতের চরিত্রে কাঁপিয়ে দিয়েছেন আমির। কিন্তু নিজের সিদ্ধান্তে তিনি অনড়।