আমেরিকান শ্রমিক দিবস উপলক্ষে আগামী রোববার (৬ সেপ্টেম্বর) কনস্যুলার শাখাসহ যুক্তরাষ্ট্র দূতাবাসের সকল অফিস বন্ধ থাকবে।
তবে আমেরিকান নাগরিকদের জন্য জরুরি সেবা চালু থাকবে। জরুরি প্রয়োজনে (০২) ৫৫৬৬-২০০০ নম্বরে ফোন করতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ৭ সেপ্টেম্বর এবং তার পরবর্তী সময়ে সাধারণ কার্যদিবস অনুযায়ী আমেরিকান নাগরিকদের জন্য অ্যাপয়েন্টমেন্ট ও জরুরি সেবা প্রদান করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোভিড-১৯ মহামারির কারণে আমেরিকান সেন্টার, আর্চার কে ব্লাড লাইব্রেরি এবং এডুকেশন ইউএসএ অ্যাডভাইসিং সেন্টার জনসাধারণের জন্য বন্ধ রয়েছে। ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সেবা ও তথ্য প্রদান করা হচ্ছে। শিগগিরই জনসাধারণের জন্য আবার আমাদের সেবা আগের মতো দিতে পারব।
(Visited ২ times, ১ visits today)