বুধবার , ১৫ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আবর্জনার স্তূপ ধসে ৪৮ জনের মৃত্যু!

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৫, ২০১৭ ২:১৯ পূর্বাহ্ণ

আবর্জনার স্তূপ ধসে পড়ে কমপক্ষে ৪৮ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। মর্মান্তিক এ দুর্ঘটনাটি ঘটেছে আফ্রিকা মহাদেশের ইথোপিয়ায়। দেশটির রাজধানী আদ্দিস আবাবায় শনিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আরও অনেকে নিখোঁজ রয়েছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করছেন সিংশ্লিষ্টরা।

ধসে পড়া আবর্জনার ধ্বংসস্তূপের নিচে অনেক ঘরবাড়িও চাপা পড়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত পাঁচ দশক ধরে হচ্ছে আদ্দিস আবাবার উপকণ্ঠে ওই আবর্জনার স্তূপ তৈরি হয়েছে।

মুসা সুলাইমান নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, বিকট শব্দে আবর্জনার স্তূপ ধসে পড়ে। তখন মনে হচ্ছিল, শক্তিশালী ঝড় আমাদের দিকে যেন ধেয়ে আসছিল।

তাবেজু আসরেস নামের একজন বলেন, ‘ ময়লার স্তূপের নিচে আমাদের ঘর চাপা পড়েছে। যখন ময়লার স্তূপটি ধসে পড়ছিল তখন আমার মা ও তিন বোন ঘরেই ছিল। ওদের ভাগ্যে এখন কী ঘটেছে তা জানি না।”

বিবিসি জানিয়েছেন, ময়লার স্তূপ যেখানে জমা করা হচ্ছিল তার পাশেই আফ্রিকার প্রথম আবর্জনা থেকে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে গড়ে তোলা হচ্ছে। নগরীতে বসবাসরত ৪ লাখ মানুষের বিদ্যুৎ চাহিদা মেটানোর লক্ষে এটি নির্মাণের উদ্যোগ নিয়েছে কর্তৃপক্ষ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি