রেদওয়ান রনি পরিচালিত ‘আইসক্রিম’ চলচ্চিত্রের মধ্য দিয়ে শোবিজ অঙ্গনের আলোচনায় আসেন নাজিফা তুষি। গেল বছর ২৯ এপ্রিল মুক্তি পায় ছবিটি। এতে তুষির বিপরীতে ছিল দুই নবাগত নায়ক- উদয় এবং রাজ।
প্রায় এক বছরের বিরতি কাটিয়ে আবারো পর্দায় ফিরছেন তিনি। তবে এবার প্রেক্ষাগৃহের বড় পর্দায় নয়। এবার আসছেন অন্তর্জাল দুনিয়ায়। সঙ্গে এবারও থাকছে দুজন নবাগত মুখ। যার একজন নায়ক, অন্যজন গায়ক!
তুষি জানান, পর্দায় এবার তার বিপরীতে নায়ক হয়ে আসছেন র্যাম্প অঙ্গনের জনপ্রিয় মুখ ইফতেখার জায়েব এবং রক গানের তরুণ কণ্ঠশিল্পী রনি। এই তিনজনে মিলে সম্প্রতি অংশ নিয়েছেন একটি মিউজিক্যাল ফিল্মে। যার নাম ‘না’।
গল্পটি গড়ে উঠেছে ‘না’ শিরোনামের একটি মেলো রক গানকে ঘিরে। ভাইকিংস ব্যান্ডের সেতু চৌধুরীর কথা-সুর-সংগীতে গানটিতে কণ্ঠ দিয়েছেন রনি। এটিকে গল্পে রূপান্তর করে মিউজিক্যাল ফিল্ম নির্মাণ করেছেন মুস্তাফি শিমুল।
প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির সহযোগিতায় ‘না’ নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহ’র ব্যানারে। চলতি মাসের ২৮ তারিখ মুক্তি পাচ্ছে সিএমভির ইউটিউব চ্যানেলসহ বিভিন্ন টিভি চ্যানেলে।