কোস্টগার্ড মাঝি পরিচয়ে জেলে ও ব্যবসায়িদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে এক যুবকে গ্রেফতার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন। সোমবার সকালে সদর উপজেলার জংশন বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত কামাল উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চর আনন্দ গ্রামের মৃত খলিল আহম্মেদের ছেলে বলে জানা গেছে।
কোস্টগার্ড দক্ষিণ জোনের বিসিজি বেইজ লেফটেন্যান্ট মাহবুবুর আলম সাকিল আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, কামাল একসময় কোস্টগার্ডের মাঝি ছিল। কয়েকমাস আগে তাকে বহিষ্কার করা হয়।
বহিষ্কারের পরেও সে বিভিন্ন জেলে ও ব্যবসায়িদের কাছ থেকে কোস্টগার্ডের মাঝি পরিচয়ে চাঁদাবাজি করতো বলে আমরা লিখিত অভিযোগ পেয়েছি। লিখিত অভিযোগের ভিত্তিতে তাকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, তাকে ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এবং তার বিরুদ্ধে চাঁদাবাজি মামলার প্রস্তুতি চলছে।
(Visited ২ times, ১ visits today)