রবিবার , ৩০ আগস্ট ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

পটুয়াখালীতে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৩০, ২০২০ ৩:৫৮ পূর্বাহ্ণ

পটুয়াখালীতে পূর্বা দত্ত (১৬) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২৯ আগস্ট) রাতে জেলা শহরের নতুন বাজার এলাকায় ওই কিশোরীর বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পূর্বা স্থানীয় বাসিন্দা মান্না দত্তের মেয়ে। সে শহরের শেরে বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, পূর্বার বাবা-মা স্থানীয় ক্লিনিকে চাকরি করেন। প্রতিদিনের মতো শনিবার ক্লিনিকে চলে যার তারা। বাসায় তখন পূর্বা ও তার চারি ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হঠাৎ পূর্বাদের ঘর থেকে কান্নাকাটি ও চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসে। পরে পূর্বাকে ফ্যানের সাথে ওড়নায় ফাঁস দেয়া দেখতে পান তারা। পরিবারের সদস্যরা এসে উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কত্যর্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় বাসিন্দা শ্রী মোহন্ত জানান, পাঁচ দিন আগে পূর্বার জন্মদিন গেল। কত আনন্দে ছিল মেয়েটি। কীভাবে কী হলো!

সমির নামের আরেক বাসিন্দা বলেন, বাচ্চা একটি মেয়ে। এ সময় কী এমন হলো যে তার আত্মহত্যা করা লাগলো। এ রকম মৃত্যু মেনে নেয়া যায় না।

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার মোরশেদ জানান, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(Visited ৯ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি