মাঝে একটা রাতের ব্যবধান। এর পরই ১৫ মার্চ (বুধবার) টেস্ট ইতিহাসে শততমের মাইলফলক স্পর্শ করবে বাংলাদেশ। ২০০০ সালে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে টেস্ট মর্যাদা পাওয়ার পর শ্রীলঙ্কা সফরে এসে ঐতিহাসিক এই টেস্ট খেলবে তারা। যা হবে এখন পর্যন্ত কোন দেশের সল্পতম সময়ে টেস্ট ম্যাচের সেঞ্চুরির রেকর্ড। তবে, সফরে প্রথম টেস্টের (গলে টেস্ট) ব্যর্থতা ভুলে জয় দিয়ে দ্বিতীয় টেস্ট হবে স্মরণীয়, এমনই প্রত্যশা টাইগার ভক্তদের। অবশ্য তার জন্যে নিজেদের সর্বোচ্চ দেওয়ার কথাও জানিয়েছে শততম টেস্টের দলপতি মুশফিকুর রহিম।
কলম্বোর পি সারা ওভালের অনুষ্ঠিত হবে বাংলাদেশের শততম টেস্টটি। যেটি চলমান সফরে স্বাগতিকদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০ টায়। সরাসরি দেখা যাবে চ্যানেল নাইন ও বিটিভির পর্দায়। এদিকে এই টেস্টের জন্যে রাতেই ১৫ সদস্যের স্কোয়াড দল ঘোষণা করেছে বিসিবি।
ভারতের বিপক্ষে দেশের মাটিতে প্রথম টেস্ট খেলার সৌভাগ্য হলেও শততম টেস্টটি খেলতে হচ্ছে পরভূমি শ্রীলঙ্কাতে। তাতেও কি? শততম টেস্ট ম্যাচটিকে সামনে রেখে যতদুর সম্ভব স্মরণীয় করার উদ্যোগের কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। এ জন্যে লঙ্কান বোর্ডের সঙ্গে আলোচনা করেছিল তারা। এরই প্রেক্ষিতে এই টেস্ট স্মরণীয় করতে নানা ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছে লঙ্কান বোর্ড।
শততম এই টেস্টে মাঠে নামার আগেই ইনজুরিতে ছিটকে গেছেন গলে মুশফিকের বদলি উইকেটের পিছনে দায়িত্ব পালন করা লিটন কুমার দাস। মঙ্গলবার(১৪ মার্চ) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিাসাব। এদিকে সম্প্রতি অফফর্মে চলে যাওয়া টাইগারেদের সিনিয়র অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ যে বাদ পড়ছেন এই টেস্টে, তা আগেই রটে গিয়েছিল সর্বত্র। এই দুই ক্রিকেটারের পরিবর্তে দলে ঢুকেছেন দুই অলরাউন্ডার সাব্বির রহমান ও মোসাদ্দেক হোসেন সৈকত।
এছাড়া এই টেস্টকে সামনে রেখে তামিম ইকবালের সবচেয়ে সফল উদ্বোধনী সঙ্গী ইমরুল কায়েসকে উড়িয়ে নেওয়া হয়েছে শ্রীলঙ্কায়। আগের টেস্টে তিনজন পেসারকে খেলানো হলেও শততম টেস্টে তিন পেসারে কিছুটা পরিবর্তন আসতে পারে। শুভাশীষ রায়ের পরিবর্তে দলে ঢুকতে পারেন কামরুল ইসলাম রাব্বি। সেটা যদি না হয়, তাহলে একজন বিশেষজ্ঞ স্পিনারও রাখা হতে পারে।
এদিকে ব্যাটসম্যানদের ব্যর্থতায় গল টেস্টে স্বাগতিকদের কাছে ২৫৯ রানে হারতে হয়েছিল মুশফিকদের সেখান থেকে বের হয়ে শততম টেস্টে ঘুরে দাড়াবে তারা ম্যাচের আগের দিন এমনটিই জানিয়েছেন অধিনায়ক মুশফিক।
এ প্রসঙ্গে মুশফিক বলেছেন, ‘সবার প্রত্যাশা থেকেই খেলোয়াড়রা অনুপ্রাণিত হয় এবং মাঠে গিয়ে পারফর্ম করতে মুখিয়ে থাকে। হয়তো আগের টেস্টে সেটা হয়নি। তবে অবশ্যই আমাদের চেষ্টা থাকবে; সর্বাত্মক চেষ্টা করব যেন শততম টেস্টে জয় নিয়ে ফিরতে পারি। আমরা যেন ধারাবাহিক খেলতে পারি, সেটাই থাকবে প্রধান লক্ষ্য।’
বাংলাদেশের সম্ভাব্য একাদশ :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান মিরাজ, কামরুল ইসলাম রাব্বি/তাইজুল ইসলাম, মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ।