শামীম আহমেদ ॥ পর্বতারোহী, দৌড়বিদ ও সাইক্লিস্ট রেসমা নাহার রতœা’র হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের মাধ্যমে শাস্তি ও সাইকেলের কৃথক লেন করা সহ নিরাপদ সড়ক,দক্ষচালকদের ড্রাইভিং লাইসেন্স প্রদান ও সড়ক সংস্কারের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বরিশাল ম্যারাথন কমিটি।
আজ শুক্রবার (২৮ই) আগস্ট সকাল সাড়ে ১১ টায় নগরীর প্রাণ কেন্দ্র সদররোডে একর্মসীচি পালিত হয়। সংগঠনের সভাপতি অমিষ মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত মানবন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন সাধারন সম্পাদক জহির কর্মকার, বিপ্লব দাস, আশরাফুর রহমান ও সঞ্জিব দস প্রমুখ।
বক্তরা এসময় বলেন, অনিরাপদ সড়ক থেকে দেশবাসীকে মুক্ত করার মাধ্যমে একটি নিরাপদ সড়ক উপহার দেয়ার পাশাপাশি সড়ক দূর্ঘটনা থেকে সাধারন মানুষদের রক্ষা করার জন্য সরকার ও প্রশাসনের প্রতি দাবী জানান।
(Visited ২ times, ১ visits today)