প্রেস বিজ্ঞপ্তি॥ শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনসহ ছয় সাংবাদিকের বিরুদ্ধে ছাত্রদল নেতা কর্তৃক মামলা দায়ের হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বরিশালের বার্তা সম্পাদকদের সংগঠন বরিশাল নিউজ এডিটরস কাউন্সিল।
সংগঠনের সভাপতি আরিফিন তুষার ও সাধারন সম্পাদক রিপন হাওলাদার সংগঠনের সকল সদস্যবৃন্দের পক্ষে এক বিবৃতিতে নিন্দা জানিয়ে বলেন, বরিশালের ঐতিহ্যবাহী শহীদ আব্দুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবের সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেনসহ পেশাদার ছয় সাংবাদিকের বিরুদ্ধে ছাত্রদল নেতার মামলা দায়ের খুবই দু:খজনক। আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অনতিবিলম্বে এই মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
যদি দ্রুত এই মিথ্যা মামলা প্রত্যাহার না করা হয় তাহলে বরিশালের সকল স্তরের সাংবাদিকদের নিয়ে দূর্বার আন্দোলন গড়ে তোলারও হুশিয়ারী দেয় নেতৃবৃন্দ।