মঙ্গলবার , ১৪ মার্চ ২০১৭ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চর মেঘায় ইকোপার্ক ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠায় গাছের চারা ও বীজ বপন কার্যক্রমের উদ্বোধন।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১৪, ২০১৭ ২:০০ পূর্বাহ্ণ

মোঃ শাহাজাদা হিরা.

সিনিয়ার স্টাফ রির্পোটার.

আজ ১৩ মার্চ বরিশাল জেলার হিজলা উপজেলার চর মেঘায় ইকোপার্ক ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠায় আজ দুপুর ২:৩০ মিনিটে চর মেঘায় আনুষ্ঠানিকভাবে গাছের চারা রোপন ও বীজ বপন করে শুভ উদ্বোধন করেন বরিশাল ৪ আসনের সাংসদ এম পি পঙ্কজ দেবনাথ ও বরিশালের জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান। এসময় আরো উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক রমেন্দ্রনাথ বাড়ৈ, সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সারবিক) মোঃ জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আহসান হাবিব উপস্থিত ছিলেন। স্থানীয় জনপ্রতিনিধি, সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা ও বরিশাল সিটিজেন জানালিষ্টবৃন্দ উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকভাবে গাছের চারা লাগিয়ে ও সীমা নির্ধারনের মাধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। পর্যায়ক্রমে বীজ বপন, সাইনবোর্ড স্থাপন, অবহিতকরণ সভা, গণসংযোগ প্রভৃতি অনুষ্ঠানের মাধ্যমে সেখানে কয়েক ঘন্টাব্যাপী চর মেঘার বসবাস রত সাধারন মানুষের মধ্যে ইকোপার্ক ও অর্থনৈতিক জোন প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান বলেন, চর মেঘায় ২২ হাজার ২৫৬ একর জমি রয়েছে যা জেলা প্রশাসকের নামে রেকর্ডকৃত খাস জমি। এই জমিতে অর্থনৈতিক জোন, ইকোপার্ক করার মত সম্ভাবনা রয়েছে। আমরা এ ধরনের একটি প্রস্তাব সরকারের কাছে দিয়েছি। এখানে কৃষি কাজ, পশু পালন ও শিল্প গড়ে তোলার উপযোগী করতেই আমরা গাছের চারা, বীজ রোপনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। পর্যায়ক্রমে এখানে দশ লাখ গাছের চারা রোপনের পরিকল্পনা রয়েছে। গাছের চারা রোপনের ফলে এখানের মাটি আরো সুদৃঢ় হবে। ইকোনোমিক জোন প্রতিষ্ঠার উপযোগী হবে। পর্যায়ক্রমে আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠা সহ বিভিন্ন অবকাঠামো উন্নয়ন করার চিন্তা ভাবনা রয়েছে বলে জানান।

ফটোগ্যালারীঃ

(Visited ১৬ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি