বরিশাল সিটি কর্পোরেশন ২০১৯-২০২০ এবং ২০২০-২০২১ ইং অর্থবছরে প্যাডেল চালিত রিক্সার মহাজনী লাইসেন্স নবায়ন ও এবং নতুন রিক্সা (প্যাডেল) মহাজনী লাইসেন্স ইস্যু কার্যক্রম শুরু করেছে।
গত ১৮ আগস্ট থেকে শুরু হওয়া এ কার্যক্রম আগামী ৩ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হবে। উল্লেখিত তারিখের মধ্যে নবায়ন ও এবং নতুন মহাজনী লাইসেন্স ইস্যু কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্নে প্রশাসনের সংশ্লিষ্ট বিভাগকে সার্বিক সহযোগিতা করার জন্য বরিশাল সিটি কর্পোরেশনের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
বিসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা ইসরাইল হোসেন ঘোষিত সময়ের মধ্যে নবায়ন ও নিবন্ধন কার্যক্রম সম্পন্নের জন্য সংশ্লিষ্ট মালিকদের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যথায় এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
(Visited ১ times, ১ visits today)