মোঃ শাহাজাদা হিরা::জেলা প্রশাসন বরিশালের নিয়মিত মোবাইল কোর্ট অভিযানের অংশ হিসেবে আজ ১৯ আগস্ট বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরিশাল সদর উপজেলার টুংগিবাড়িয়া ইউনিয়ন এর চর নেহালগঞ্জ, চাষি পতাং আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান এর নির্দেশে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভুমি) বরিশাল সদর মোঃ মেহেদী হাসান।
অভিযান চালিয়ে দুটি অবৈধ ড্রেজার জব্দ করেন সহকারী কমিশনার ভুমি এসময় ড্রেজার কোন মালিক পাওয়া যাইনি, পরে জব্দকৃত ড্রেজার ধ্বংস করেন সদর উপজেলা ভূমি অফিস কর্তৃপক্ষ। অবৈধভাবে ড্রেজার চালিয়ে আসছে অসাধু বালু ব্যবসায়ীরা তাদের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে আসছে সদর উপজেলা প্রশাসন। গত ৪ মাসে অভিযান চালিয়ে ৮ টি ড্রেজার জব্দ ৩ জনকে কারাদণ্ড ১ লক্ষ ২০ হাজারটাকা জরিমানা করা হয়।
এরই ধারাবাহিকতায় আজ ঐ ড্রেজার দুটি ধ্বংস করেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হাসানের নেতৃত্ব একটি টিম। এসময় আইনশৃংখলা রক্ষায় সহযোগিতা করেন বন্দর থানা পুলিশের একটি টিম। সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।