দুর্নীতির মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক মো. বদরুজ্জামানকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
সোমবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য গ্রেফতারের বিষয়টি দ্য রিপোর্ট টুয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন। এদিন ভোরে রাজধানীর মিরপুরের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি কোটি টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা এক মামলায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাওহীদ জামান, সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান ও সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেনকে গ্রেফতার করেছিল দুদক।
১৬ ফেব্রুয়ারি প্রক্টর তাওহীদ জামান ও সহকারী রেজিস্ট্রার সিদ্দিকুর রহমান আদালত থেকে জামিন নেন। তবে সহকারী পরিচালক শেখ মো. মোফাজ্জল হোসেন জামিন আবেদন জানালেও আদালত তা নাকচ করে দেয়।
২০১২ সালে এক ব্যক্তির দায়ের করা একটি দুর্নীতি মামলায় এ তিনজনকে গ্রেফতার করেছিল দুদক।
মামলায় অভিযোগ করা হয়, সরকারের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ওই তিন কর্মকর্তা পরস্পর যোগসাজশে এক কোটি ৪ লাখ ৬৩ হাজার ৩৯৪ টাকা আত্মসাৎ করেছেন বা সরকারের ক্ষতি করেছেন।