শ্রীলঙ্কা সফরে শততম টেস্টে বাদ পড়া সিনিয়র ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে দলে রেখেই ১৬ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। সোমবার (১৩ মার্চ) রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিন ওয়ানডের জন্য দল ঘোষণার বিষয়টি জানিয়েছে বিসিবি।
স্কোয়াডের নতুন মূখ হিসেবে এসেছেন সানজামুল ইসলাম। আর ইনজুরি কাটিয়ে দলে ফিরছেন সিমিত ওভারের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা।
উল্লেখ্য, শ্রীলঙ্কা সফররত বাংলাদেশ দল দুইটি টেস্ট ছাড়াও স্বাগতিকদের বিপক্ষে খেলবে তিনটি ওয়ানডে এবং দুইটি টি২০ ম্যাচ। ওয়ানডে সিরিজ শুরুর আগে স্বাগতিক একাদশের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে মাশরাফি-সাকিবরা। এরপর আগামী ২৫ মার্চ প্রথমম্যাচ দিয়ে ওয়ানডে মিশন শুরু করবে তারা।
ঘোষিত ১৬ সদস্যের দলে যারা আছেন :
তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মাশরাফি বিন মর্তুজা, মুস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, সানজামুল ইসলাম, শুভাগত হোম ও নুরুল হাসান সোহান।