মঙ্গলবার , ১৮ আগস্ট ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

আমতলী উপজেলা চেয়ারম্যান ফোরকানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১৮, ২০২০ ৪:৩৭ পূর্বাহ্ণ

আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বরগুনা জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ১০ টি অভিযোগ এনে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ১২ জন উপজেলা পরিষদ সদস্যরা। সোমবার ইউএনও মনিরা পারভীনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে এ অনাস্থা প্রস্তাব পাঠানো হয়। এ ঘটনায় আমতলীর রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

 

জানাগেছে, গত বছর ৩১ মার্চ উপজেলা পরিষদ নির্বাচনে আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকান স্বতন্ত্র প্রার্থী হিসেবে চেয়ারম্যান নির্বাচিত হন। ওই বছর ২৪ এপ্রিল বিভাগীয় কমিশনারের কার্যালয়ে শপথ নেন। দায়িত্ব নেওয়ার প্রায় দেড় বছরের মাথায় সোমবার তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়।

 

আমতলী উপজেলা পরিষদের ১৪ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্য সোমবার আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ১০টি অভিযোগে এনে অনাস্থা প্রস্তাব গ্রহন করেন।

 

অভিযোগের মধ্যে রয়েছে অফিস পরিচালনায় খামখেয়ালিপনা, তার কার্যালয়ের স্টেনো কাম টাইপিষ্ট আব্দুস ছালামের নামে সিপিসি দিয়ে প্রকল্পের টাকা আত্মসাৎ, প্রকল্পের কমিশন গ্রহন, তার নামে বরাদ্দ কৃত বাসার ভাড়া না দেওয়া, ক্ষমতার অপব্যহার ও বিভিন্ন জাতীয় দিবসে অনুপস্থিতথাকাসহ ১০ টি অভিযোগ আনা হয়।

 

অনাস্থা প্রস্তাব সোমবার ইউএনও মনিরা পারভীনের মাধ্যমে বরিশাল বিভাগীয় কমিশনারের কাছে পাঠানো হয়। অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেন আমতলী পৌর মেয়র, উপজেলা ভাইস চেয়ারম্যান, ৩ জন্য সংরক্ষিত সদস্য ও ৭ ইউপি চেয়ারম্যানসহ মোট ১২ জন।

 

নারী ভাইস চেয়ারম্যান এ অনাস্থা প্রস্তাবে স্বাক্ষর করেননি। আমতলী উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব গোলঅম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে আকস্মিক এ অনাস্থা প্রস্তাবের ঘটনায় আমতলীর রাজনীতিতে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

 

আমতলী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার বলেন, আমার বিরুদ্ধে বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। আমাকে অসম্মান করতে একটি মহল এ অনাস্তা প্রস্তাব এনেছে।

 

এ বিষয়টি আমি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এটা আমার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র। এ বিষয়ে আমি আইনি সহায়তা নেব।

 

আমতলী উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন বলেন, গঠনতন্ত্র অনুসারে উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ¦ গোলাম সরোয়ার ফোরকানের বিরুদ্ধে ইউপি চেয়ারম্যানসহ পরিষদের ১২ সদস্যের স্বাক্ষরিত একটি অনাস্থা প্রস্তাব পেয়েছি। আমি ওই অনাস্থা প্রস্তাব বিভাগীয় কমিশানারের কাছে পাঠানোর ব্যবস্থা করবো।

(Visited ৩ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত