বরিশালের উজিরপুরে ১৫ আগষ্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে উপজেলা আওয়ামীলীগ, উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে পৃথক পৃথক কর্মসূচী পালিত হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৭টায় উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে বাজারস্থ স্থায়ী কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও র্যালি অনুষ্ঠিত হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ আসনের সংসদ সদস্য মোঃ শাহে আলম। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সাবেক উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, যুবলীগ সাধারণ সম্পাদক মোঃ হেমায়েত উদ্দিন, শ্রমিকলীগের আহবায়ক আনোয়ার হোসেন খান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম শিপন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামাল হোসেন সবুজ, ছাত্রলীগ সভাপতি অসীম ঘরামী, সম্পাদক জালিস মাহমুদ শাওন।
সকাল সাড়ে ৮টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী স্মৃতিফলকে পুষ্পমাল্য অর্পণ শেষে উপজেলা সভাকক্ষে নির্বাহী কর্মকর্তা প্রণতি বিশ^াসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান আঃ মজিদ সিকদার বাচ্চু, সহকারী কমিশনার (ভূমি) জয়দেব চক্রবর্তী, পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, ওসি জিয়াউল আহসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম জামাল হোসেন, ভাইস চেয়ারম্যান অপূর্ব কুমার বাইন রন্টু, সীমা রানী শীল, স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডাঃ শওকত আলী, কৃষি কর্মকর্তা জাকির হোসেন তালুকদার, প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ সভ্যসাচী মজুমদার। পরে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের উদ্যোগে নবনির্মিত মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্থায়ী স্মৃতিফলকে বেলা ১১টায় পুষ্পমাল্য অর্পণ শেষে একটি শোকর্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার প্রণতি বিশ^াস, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ ওয়াদুদ সরদার, ডেপুটি কমান্ডার হারুন অর রশিদ, সহকারী ডেপুটি কমান্ডার আকরাম হোসেনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলার প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদে জোহরবাদ মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।