সোমবার , ১০ আগস্ট ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বাগেরহাটের এডিসি ও উপজেলা চেয়ারম্যানসহ ২৪ জন করোনায় আক্রান্ত

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ১০, ২০২০ ১:৫৪ পূর্বাহ্ণ

বাগেরহাটে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রয়েছেন বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাস।

এ নিয়ে বাগেরহাট জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১৮ জনে। জেলার করোনা আক্রান্তদের মধ্যে সদরে ১০ জন, কচুয়ায় ৫ জন, রামপালে ৪ জন, মোল্লাহাটে ২ জন ফকিরহাটে ২ জন ও চিতলমারীতে ১ জন।

আক্রান্তদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ্য হয়েছেন ৫৫০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন। জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।

বাগেরহাটের সিভিল সার্জন ডা. কেএম হুমায়ুন কবির জানান, বাগেরহাট জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. শাহিনুজ্জামান ও ফকিরহাট উপজেলা চেয়ারম্যান স্বপন দাসসহ আরও ২৪ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

বাগেরহাটে এ নিয়ে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭১৮ জনে। আক্রান্তদের মধ্যে ১৫ জনের মৃত্যু হয়েছে। করোনা আক্রান্তদের মধ্যে মৃত্যু হয়েছে ফকিরহাট উপজেলায় ৯ জন, বাগেরহাট সদরে ২ জন, মোংলা উপজেলায় ২ জন, শরণখোলায় ১ জন, কচুয়ায় ১ জন ও মোরেলগঞ্জে ১ জন। সুস্থ হয়েছেন ৫৫০ জন। অন্যরা চিকিৎসাধীন রয়েছেন।

নতুন করোনা আক্রান্তদের, বাড়িতে ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে রেখে চিকিৎসা দেয়া হয়েছে। এসব করোনা আক্রান্তদের পরিবারের সদস্য ও সংর্স্পশে আসা লোকজনকে চিহ্নিত করে তাদের নমুনা সংগ্রহ করা হচ্ছে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি