রির্পোটঃজাকারিয়া আলম দিপু.
বরিশাল বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত তিন দিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৭ আজ রোববার ছিল শেষ দিন। বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল সদর-৫ আসনের এমপি জেবুন্নেচ্ছা আফরোজ।
প্রধান অতিথির বক্তব্যে জেবুন্নেচ্ছা আফরোজ বলেন, আমাদের দশে তথ্য প্রযুক্তিতে যেমন এগিয়ে চলছে তেমনি মানুষ পাচ্ছে সেবা। সে সাথে তথ্য প্রযুক্তিযুগে ভাল কাজ করে তেমনি অনেক সময় মানুষ প্রতারনার শিকার হচ্ছে।প্রযুক্তি ব্যাবহারে সকলকে সচেতন হতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় কমিশনার মোঃ গাউস। বিশেষ অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক ড.গাজী মোঃ সাইফুজ্জামান, বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মু. জিয়াউল হক, বরিশাল কর অঞ্চল প্রধান মোঃ জাহিদ হাছান, মডেল স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মেজর ড. সিরাজুল ইসলাম উকিল, বরিশাল সাংস্কৃতি সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি এ্যাড. এসএম ইকবাল।
এসময় তথ্য প্রযুক্তি বিষয়ের উপর প্রবন্ধ উপস্থাপন করেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক ড.এস এম তাওহিদুল ইসলাম।
অনুষ্ঠানে শ্রেষ্ঠ আয়োজক বরিশাল জেলা প্রশাসক ড. গাজী মোঃ সাইফুজ্জামান, নাগরিক সেবায় উদ্ভাবক বাস্তবায়ন ক্যাটাগরীতে বরিশাল অঞ্চল কর প্রধান মোঃ জাহিদ হাসানকে পুরস্কার প্রদান করা হয়।