বৃহস্পতিবার , ৬ আগস্ট ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

চসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন খোরশেদ আলম সুজন

প্রতিবেদক
Alltime BD News24 .com
আগস্ট ৬, ২০২০ ২:৪১ পূর্বাহ্ণ

নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন কে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন সরকার।

আজ মঙ্গলবার দুপুরে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে খোরশেদ আলম সুজন কে প্রশাসক হিসেবে নিয়োগ দিয়েছেন।

উল্লেখ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বর্তমান নির্বাচিত পরিষদের মেয়াদ আগামীকাল ৫ আগস্ট শেষ হচ্ছে। বর্তমান নির্বাচিত পরিষদের মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আ জ ম নাছির উদ্দিন।

৫ আগস্ট মেয়র হিসেবে তার দায়িত্ব শেষ হওয়ার একদিন আগেই সরকার নগর আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব খোরশেদ আলম সুজন কে চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক পদে নিয়োগ দিলেন।

সোমবার সারাদিন গুঞ্জন ছিল  চট্টগ্রাম সিটি করপোরেশনের(চসিক) প্রশাসক পদে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সহসভাপতি খোরশেদ আলম সুজনকে নিয়োগ দেয়া হচ্ছে।

অবশেষে সোমবার (৪ আগষ্ট) সকালে সংবাদ ব্রিফিংয়ে জানিয়েছেন এলজিআরডি মন্ত্রী তাজুল ইসলাম।

এই বিষয়ে খোরশেদ আলম সুজন  বলেন, আমি এখনো চিঠি হাতে পাইনি। তবে আমার নেত্রী শেখ হাসিনা আমাকে যে দায়িত্বটি দিয়েছেন তা আমি যথাযথভাবে পালনের চেষ্টা করবো। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামকে যেন ঠিক মতো গড়ে তুলতে পারি সে লক্ষ্যে কাজ করে যাবো।

তাৎক্ষনিক প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও আওয়ামী লীগ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন সুজন।

এদিকে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাচন অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে করোনা মহামারীর কারনে। আগামীকাল ৫ আগষ্ট মেয়র আ জ ম নাছির উদ্দিনসহ ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে।

খোরশেদ আলম সুজন চট্টগ্রাম নগরীর কাট্টলী এলাকার স্থায়ী বাসিন্দা। তাঁর সব কিছু চট্টগ্রাম নগরকেই ঘিরে।

গত ২৯ মার্চ চসিক নির্বাচন অনুষ্ঠানের সিডিউল ঘোষিত হওয়ার পর মেয়র ও কাউন্সিলর পদপ্রার্থীদের বিষয়টি চূড়ান্ত হয়ে যায়। এ অবস্থায় বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির উদ্ভব ঘটে। বাংলাদেশেও এ প্রাণঘাতী ভাইরাস আঘাত হানতে শুরু করে। ফলে নির্বাচন কমিশন ২৯ মার্চের নির্বাচন স্থগিত ঘোষণা করে।

(Visited ৪ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত