চলমান জাতীয় সংসদের ১৪তম অধিবেশনে পাস হওয়া ৩টি বিলে সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। এর ফলে প্রস্তাবিত আইনগুলো কার্যকর হল।
শনিবার তিনি আইনগুলোরে বিষয়ে সম্মতি প্রদান করেন। এগুলো হল-বাল্যবিবাহ নিরোধ বিল, ২০১৭, ব্যাটালিয়ন আনসার (সংশোধন) ২০১৭; এবং বাংলাদেশ উন্নয়ন গবেষণা কাউন্সিল বিল, ২০১৭।
(Visited ৯ times, ১ visits today)