রাজধানীর শাহ আলী থানাধীন নবাবেরবাগ বেরীবাঁধ এলাকার একটি পরিত্যক্ত টিনশেড ঘর থেকে নবজাতক এক মেয়েশিশুকে উদ্ধার করেছে শাহআলী থানা পুলিশ।
শনিবার বেলা সাড়ে ৩টার দিকে নবজাতকটি উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
শাহআলী থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম জানায়, দুপুরে নবাবেরবাগ এলাকার বিপ্লব ও লিপি দম্পতি টিনশেড ঘরে একটি বাজারের ব্যাগে ময়লা যুক্ত অবস্থায় শিশুটিকে দেখতে পেয়ে তাদের ঘরে নিয়ে যায়। পরে শিশুটিকে পরিষ্কার করে থানায় খবর দেয়। ধারণা করা হচ্ছে কেউ অবৈধ গর্ভপাত করে শিশুটিকে এখানে ফেলে রেখে গেছে।
ঢামেক হাসপাতালের নবজাতক ওয়ার্ডের বিভাগীয় প্রধান ডা. মণীষা ব্যানার্জি জানায়, একটি পরিত্যক্ত শিশু পেয়েছি এবং তাকে ভর্তি রাখা হয়েছে। শিশুটির শরীরে অসংখ্যা মশার কামড়ের দাগ আছে। অন্য কোন সমস্যা আছে কিনা পরীক্ষা করে দেখা হবে।
(Visited ৮ times, ১ visits today)