রবিবার , ১২ জুলাই ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে কাউনিয়া থানা পুলিশের অভিযানে নারী প্রতারক চক্রের ৩ সদস্য আটক

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুলাই ১২, ২০২০ ৯:১৯ অপরাহ্ণ

বরিশালে প্রতারণার মাধ্যমে ফাঁদে ফেলে অর্থ হাতিয়ে নেয়ার ঘটনায় প্রতারক চক্রের তিন নারী সদস্যকে আটক করেছে কাউনিয়া থানা পুলিশ।

 

রোববার (১২ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ খাইরুল আলম।

 

সংবাদ সম্মেলনে তিনি জানান, গত ১০ জুলাই বরিশাল নগরের কাউনিয়া থানাধীন ভাটিখানা এলাকার বাসিন্দা ও ফল ব্যবসায়ি হাসান খানের নিকট থেকে মাহিনুর বেগম (৪৫) নামে এক নারী ১ কেজি আম ক্রয় করেন।
ফল ক্রয়ের পরে ওই নারী হাসান খানকে ফোনে জানায়, তার ক্রয়কৃত আম পঁচা এবং তার আরো তিনকেজি আমের প্রয়োজন। ওই নারী তিনকেজি আম ক্রয় করেন এবং টাকা না থাকার কথা জানিয়ে ফলব্যবসায়ীকে বাসায় নিয়ে যান।

ওই নারী বরিশাল সদরের চরবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ লামছড়ি এলাকার বাসিন্দা হলেও ভাটাখানা এলাকার কবির মঞ্জিলের ভাড়াকরা ফ্লাটে অপর সহযোগিদের নিয়ে বসবাস করতেন।

তার ফ্লাটের অপর বাসিন্দা এবং সহযোগী স্বর্ণা হালদার (২৮), ফেরদৌসি আক্তার রুমা(৩৩) পরষ্পর যোগসাজেশে মাহিনুর বেগম ফল ব্যবসায়ী হাসানকে বরিশাল সদর উপজেলার চরমোনাই এলাকার চরহোগলা গ্রামের নাদিম হাওলাদার নামে ২২ বছরের এক যুবকের সহায়তায় জামা-কাপর খুলে মোবাইলে অশালীন ছবি ধারণের কথা জানিয়ে জিম্মি করে ফাঁদে ফেলে।

পরবর্তীতে তার কাছে চক্রটি ২ লাখ টাকা দাবি করে অন্যথায় অশালীন ছবি ও ভিডিও প্রকাশের ভয় দেখায়। এর প্রেক্ষিতে ব্যবসায়ী ১১ হাজার দিয়ে জিম্মি দশা থেকে মুক্তি পায়।

বিষয়টি থানা পুলিশ জানতে পারলেও কৌশলে অভিযান চালিয়ে তিন নারীকে আটক করে, তবে নাদিম নামের অপর যুবক পালিয়ে যায়।

প্রকাশ থাকে যে, এরা একটি চক্র, আরো অনেকের সাথে ইতিপূর্বেও এমন প্রতারণা করেছে মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবদে স্বীকার করেছেন।
সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, সহকারি পুলিশ কমিশনার আঃ হালিম, কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম, পরিদর্শক (তদন্ত) মোঃ ছগির হোসেন, পরিদর্শক (অপারেশন) হিরন্ময় সরকারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার(উত্তর) মোঃ জাকারিয়া রহমান জিকু, সহকারি পুলিশ কমিশনার আঃ হালিমসহ কাউনিয়া থানা পুলিশের ওসি মোঃ আজিমুল করিম,ওসি (অপারেশন) হিরন্ময় সরকার,ওসি (তদন্ত) সগির হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য আটককৃতদের মধ্যে স্বর্ণা হাওলাদার বরিশালের বাকেরগঞ্জ উপজেলার নলুয়া এলাকার বাসিন্দা এবং ফেরদৌসি আক্তার রুমা বরিশাল নগরের ৭ নম্বর ওয়ার্ডের ভাটিখানা এলাকার বাসিন্দা।

 

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত