শনিবার , ১১ মার্চ ২০১৭ | ২১শে চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বৃষ্টি হতে পারে রবিবারও, ৩ নম্বর সতর্ক সংকেত বহাল।।

প্রতিবেদক
alltimeBDnews24
মার্চ ১১, ২০১৭ ১১:২০ অপরাহ্ণ

রোদ-মেঘের লুকোচুরি খেলা, আবার গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। যেন শরতের অবিশ্বাসী আকাশ। আবার বড় বড় ফোটার তুমুল বৃষ্টি, যেন শ্রাবণের অঝোরধারা। এ সব রূপই দেখা গেল শেষ ফাল্গুনে।

তবে আবহাওয়াবিদরা জানিয়েছেন, এ অবস্থা সাময়িক। আরও হয়তো একটি দিন (রবিবার) এ অবস্থা বিরাজ করতে পারে।

শনিবার ঋতুরাজ বসন্তের প্রথম মাস ফাল্গুনের ২৭ তারিখ।

শনিবার ভোলা ছাড়া সারাদেশেই বৃষ্টি হয়েছে। নগরবাসীর সকালই শুরু হয়েছে বৃষ্টির শব্দে। সারাদিনই থেমে থেমে বৃষ্টি ছিল। সন্ধ্যার পরও রাজধানীতে বৃষ্টি হয়েছে। শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৪৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অপরদিকে শুক্রবার সমুদ্রবন্দরগুলোতে জারি করা ৩ নম্বর সতর্ক সংকেত বহাল রাখা হয়েছে।

আবহাওয়াবিদ মুহম্মদ আরিফ হোসেন জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা (বজ্র মেঘ) তৈরি অব্যাহত রয়েছে। উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এজন্য চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

শনিবার বিকেলে এক আবহাওয়ার সতর্কবার্তার উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।

৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত মানে হল- বন্দর ও বন্দরে নোঙর করা জাহাজগুলোর দুর্যোগকবলিত হওয়ার আশঙ্কা রয়েছে। বন্দরে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং ঘূর্ণি বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার হতে পারে।

শনিবার সন্ধ্যা ৬টা থেকে আগামী ২৪ ঘণ্টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী ও রংপুর বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ সময়ে সারাদেশে দিনের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়া অধিদফতরের হিসাব অনুযায়ী, শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুতুবদিয়ায় ১৪৬ মিলিমিটার। শনিবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিল সৈয়দপুরে ১৬ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল সাতক্ষীরায় ৩১ ডিগ্রি সেলসিয়াস।

 

(Visited ৭ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি