বরিশালে গত ২৪ ঘন্টায় আরো ৬০ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত করা হয়েছে এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ১০৫৭ জনে। অদ্যাবধি এ জেলায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ১৭৭ জন রুগী। জেলায় মৃত্যুবরণ করেছে ১৪ জন ব্যক্তি। আজ ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস, ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৩ জন পুলিশ সদস্যসহ মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা ৪ জন, বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা ১ জন, উজিরপুর উপজেলার বাসিন্দা ১ জন পুলিশ সদস্যসহ মোট ৬ জন।
শের-ই-বাংলা মেডিকেল কলেজ থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী উজিরপুর উপজেলার বাসিন্দা ২ জন, গৌরনদী, বানারীপাড়া ও বাকেরগঞ্জ প্রত্যেক উপজেলার বাসিন্দা ১ জন করে মোট ৩ জন, র্যাব-৮ এ কর্মরত ৪ জন, বিভিন্ন ব্যাংকে কর্মরত ৬ জন, বরিশাল মেট্রোপলিটন পুলিশের ৫ জন সদস্য, জেলা পুলিশের ১ জন, আরআরএফে কর্মরত ২ জন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত ৬ জন নার্স, ৪ জন স্টাফ ও ১ জন মেডিকেল টেকনোলজিস্টসহ ১১ জন, বরিশাল সিটি কর্পোরেশন অধিভুক্ত বগুড়া রোড এলাকার বাসিন্দা ৩ জন, ভাটিখানা, বাংলাবাজার, বটতলা প্রত্যেক এলাকার বাসিন্দা ২ জন করে মোট ৬ জন, নবগ্রাম রোড, সাগরদী, সদর রোড, রুপাতলী, কাউনিয়া, সিএন্ডবি রোড, বজলু কমিশনার গলি, আলেকান্দা, কাশিপুর, ফজলুল হক এভিনিউ, করিম কুটির প্রত্যেক এলাকার বাসিন্দা ১ জন করে মোট ১১ জনসহ মোট ৬০ জন করোনা আক্রান্ত ব্যক্তি শনাক্ত হয়েছে। আজ ১৭ জুন বুধবার ইনস্টিউট ফর ডেভেলপিং সায়েন্স এন্ড হেলথ ইনিশিয়েটিভস ঢাকা থেকে প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী ৬ জন এবং বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ এর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে বেশ কিছু নমুনা পরীক্ষা করা হলে ৫৪ জনের রিপোর্ট পরেজটিভ আসে।
বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৬০ জন ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে। তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলছে। পাশাপাশি তাদের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে, সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আজ পর্যন্ত বরিশাল জেলায় ২৭৬ জন নারী এবং ৭৮১ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছে। এদের মধ্যে শূণ্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৫৬ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৮০৯ জন, ৫০ থেকে তার উর্ধে ১৯০ জন। আজ করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে ১৩ বছরের শিশু এবং ৬৫ বছরের বৃদ্ধ বয়সী রোগী রয়েছে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ বরিশাল মহানগরী ৮৩৩, সদর উপজেলা ১৭ জন (রায়পাশা কড়াপুর, শায়েস্তাবাদ-৩, টুংঙ্গীবাড়িয়া, চাঁদপুরা, জাগুয়া-৪, চরকাউয়া-৪ এবং চরমোনাই-৩), বাবুগঞ্জ ৩৭ জন, উজিরপুর ৩৮ জন, বাকেরগঞ্জে ৩০ জন, মেহেন্দীগঞ্জ ২২ জন, মুলাদী ১৭জন, গৌরনদীতে ২১ জন, বানারীপাড়া ২২ জন, আগৈলঝাড়া ১২জন এবং হিজলা ৮ জনসহ মোট ১০৫৭ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। স্বাস্থ্য বিভাগের আজ ১১ জনসহ মোট ১৪১ জন ব্যক্তি করোনা আক্রান্ত হয়েছেন।
অদ্যাবধি এ জেলায় ১৪ জন করোনা পজিটিভ ব্যক্তি মৃত্যুবরণ করেন। মুলাদী উপজেলায় ২ জন, বাকেরগঞ্জ উপজেলায় ১ জন, বরিশাল মহানগরীর আলেকান্দা এলাকার ২ জন, রুপাতলী চান্দুর মার্কেট এলাকায় ১ জন, ভাটিখানা এলাকার ২ জন, রাহাত আনোয়ার হাসপাতালের ১ জন, বাজার রোড এলাকার ১ জন, বাংলাবাজার এলাকার ১ জন, বাবুগঞ্জ উপজেলায় ২ জন, গৌরনদী উপজেলায় ১ জন। গত ১২ এপ্রিল এ জেলায় প্রথমবারের মতো মেহেন্দীগঞ্জ ও বাকেরগঞ্জ উপজেলায় ২ জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়।