জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে গর্ভবতী নারীদের স্বাস্থ্য সেবা প্রদানে মেডিকেল ক্যাম্পেইন এবং বর্তমান পরিস্থিতিতে করোনা ভাইরাস রোধে বাংলাদেশ সেনাবাহিনী জীবনবাজী রেখে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় পটুয়াখালী জেলায় ৭ আর্টিলারি বিগ্রেডের ব্যবস্থাপনায় এবং ৭ পদাতিক ডিভিশন মেডিকেল ক্যাম্পেইনের সৌজন্যে গরিব অসহায় ও দুস্থ রোগীদের পাশে এগিয়ে এসেছে সেনাবাহিনী। আর্থিক সংকটে যেসব গর্ভবতী অসহায় নারীরা চিকিৎসা করাতে পারছেন না তাদের বিনামূল্যে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষাসহ ওষুধ দেয়া হচ্ছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকাল ১১টায় পটুয়াখালী দুমকি উপজেলার জনতা কলেজ মাঠে মেডিকেল ক্যাম্পেইন করেছেন শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শাহরিয়ার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর্নেল মিজানুর রহমান ৭ পদাতিক ডিভিশন ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি।