করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রুপাতলীসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ ১১ জুন সকাল থেকে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে কাজ করছে।
বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, এসময় বরিশালের নথুল্লাবাদ এলাকায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করার জন্য শাহ আলম ও মোঃ রানা কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছাব্বির ও মিলনকে মাস্ক না পরায় একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিলন নামের ১ ব্যক্তি কে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০০৫ এর ৪ ধারা অনুযায়ী ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় বি আর টি এ এর ইন্সপেক্টর ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগ দায়িত্ব পালন করেন বরিশাল র্যাব-৮ এর একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।