শুক্রবার , ১২ জুন ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে স্বাস্থ্যবিধি না মানার অপরাধে মোবাইল কোর্ট অভিযানে ২ হাজার ৩০০ টাকা জরিমানা।

প্রতিবেদক
Alltime BD News24 .com
জুন ১২, ২০২০ ২:১০ পূর্বাহ্ণ

করোনা ভাইরাস মোকাবেলায় সাধারণ ছুটি শেষে সম্প্রতি স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে গত ৩১ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সরকার কর্তৃক গণপরিবহন ও লঞ্চ চলাচলের অনুমোদন প্রদান করা হয়েছে। স্বাস্থ্যবিধি মেনে বাসগুলো যাত্রী তুলছে কিনা এবং সরকার নির্ধারিত ভাড়া আদায় করার পাশাপাশি স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কিনা তা মনিটরিং করার জন্য বরিশালের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এস, এম, অজিয়র রহমান-এর নির্দেশনায় বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড, রুপাতলীসহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আজ ১১ জুন সকাল থেকে ১ টি মোবাইল কোর্ট টিম মাঠে কাজ করছে।

বরিশাল জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হুদা, এসময় বরিশালের নথুল্লাবাদ এলাকায় সরকার ঘোষিত স্বাস্থ্যবিধি না মেনে শারীরিক দূরত্ব উপেক্ষা করার জন্য শাহ আলম ও মোঃ রানা কে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা অনুযায়ী ১ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। এছাড়া ছাব্বির ও মিলনকে মাস্ক না পরায় একই আইনে ১ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি মিলন নামের ১ ব্যক্তি কে পাবলিক প্লেসে ধূমপান করার অপরাধে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০০৫ এর ৪ ধারা অনুযায়ী ৩০০ টাকা জরিমানা করা হয়। এসময় বি আর টি এ এর ইন্সপেক্টর ইকবাল আহমেদ উপস্থিত ছিলেন। আইনশৃঙ্খলা রক্ষায় আইনানুগ দায়িত্ব পালন করেন বরিশাল র‌্যাব-৮ এর একটি টিম। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমূল হুদা জানান যে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত