নামঃরফিকুর ইসলাম.
গল টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৭১ রান করে সাজঘরে ফিরেছিলেন টাইগার ওপেনার সৌম্য সরকার। আর এ ম্যাচের চতুর্থ দিনে এসে শুক্রবার (১০ মার্চ) নিজেদের দ্বিতীয় ইনিংসে টানা হাফসেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। টেস্ট ক্যারিয়ারের তৃতীয় হাফসেঞ্চুরিটি স্পর্শ করতে সৌম্য খরচ করেছে মাত্র ৪৪ বল। যেখানে তিনি হাঁকিয়েছেন ৬টি চার ও ১টি ছক্কা।
এদিন দ্বিতীয় সেশনের শেষ হওয়ার আগে ৬ উইকেট হারিয়ে ২৭৪ রানে ইনিংস ঘোষণা করে স্বাগতিক শ্রীলঙ্কা। এই সুবাদে বাংলাদেশের সামনে টার্গেট দাঁড়ায় ৪৫৭ রানের। জয়ের জন্যে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ।
ওপেনিংয়ে তামিমের সঙ্গে ব্যাট করতে নেমে এদিন ঝড়ো ব্যাটিং শুরু করেন সৌস্য। এরই মধ্যে তুলে ১১২.৭৬ স্টাইক রেটে তুলে নেন চলমান টেস্টে টানা দ্বিতীয় হাফসেঞ্চুরি। কিন্তু ১৫ ওভার খেলার পর আলোক সল্পতা আর বৃষ্টির কারনে চতুর্থদিনের খেলা শেষ ঘোষণা করেন দুই অনফিল্ড আম্পায়ার আলিমদার ও মারাইজ ইরাসমাস।
এই সময়ে কোন উইকেট না হারিয়ে বাংলাদেশ সংগ্রহ করে ৬৭ রান। আর দিনশেষে ৫৩ রান নিয়ে অপরাজিত থাকেন সৌম্য। তার সঙ্গে ১৩ রান নিয়ে আছেন অপর ওপেনার তামিম ইকবাল।