রবিবার , ১৭ মে ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য বিষয়ে মতবিনিময় সভা

প্রতিবেদক
Alltime BD News24 .com
মে ১৭, ২০২০ ১০:৩১ অপরাহ্ণ

আজ ১৭ মে বিকাল ৪ টার দিকে জেলা প্রশাসন বরিশাল এর আয়োজনে জেলা প্রশাসক বরিশাল এর সম্মেলন কক্ষে করোনা ভাইরাস পরিস্থিতিতে ব্যবসা-বাণিজ্য চালু রাখা/বন্ধ করার বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বরিশাল রাজিব আহমেদ, ডিসি সাউথ মোঃ মোক্তার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন, জেলা বাজার কর্মকর্তা হাসান সারওয়ার, উপ-মহা পরিদর্শক কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর হিমন কুমার সাহা, ওসি কোতোয়ালি মোঃ নূরুল ইসলামসহ বিভিন্ন বাজার কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন।

সভায় দেশের উৎপাদন ব্যবস্থা ঠিক রাখার পাশাপাশি রমজান ও ঈদ উপলক্ষে ইতোমধ্যেই স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শপিংমল সহ বিভিন্ন দোকানপাটসমূহ খোলা রাখারা অনুমোদন দেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। কথা ছিলো বরিশালের প্রতিষ্ঠানসমূহ সরকারের স্বাস্থ্যবিধি মেনে পরিচালিত হবে কিন্তু গত কয়েকদিনের যাচাইকল্পে বাজারের অবস্থা বিবেচনা করে বলা যায় বরিশালের বিভিন্ন দোকান, শপিংমল স্বাস্থ্যবিধি মেনে চলছেন না পাশাপাশি ক্রেতাদের উপচে পড়া ভিড় এবং তাদের অসচেতনতা করোনা ভাইরাস সংক্রমণে ঝুঁকিতে রয়েছে নগরবাসী।

তাই আজকের বাজার কমিটির সভায় কমিটির সকল সদস্যদের সম্মিলিত মতামতে বিভিন্ন দোকান-পাট/শপিংমল গুলো তে ক্রেতা-বিক্রেতা স্বাস্থ্য বিধি না মেনে ব্যবসা-বাণিজ্য পরিচালনা করায় করণা ঝুঁকি সৃষ্টি হওয়ায় প্রশাসন শপিংমল, দোকানপাট পুনরায় বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে। তবে কবে নাগাদ বন্ধ হতে পারে তার সিদ্ধান্ত পরে জানিয়ে দেওয়া হবে।

(Visited ১ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি