প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে সরকারের পাশাপাশি বিভিন্ন ব্যক্তি এবং প্রতিষ্ঠান নিম্ন আয়ের খেটে-খাওয়া মানুষের জীবন যাপনের কথা বিবেচনা করে তাদের পাশে এসে দাড়িয়েছে। পিছিয়ে নেই বেসরকারি প্রতিষ্ঠান আশা এনজিও। আজ ১০ মে রবিবার সকাল সাড়ে ১১ টার দিকে আশা এনজিও কর্তিক সার্কিট হাউজ বরিশাল প্রসঙ্গে পাঁচ শতাধিক কোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন দরিদ্র পরিবারের ত্রাণ সামগ্রী জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান এর কাছে হস্তান্তর করেন।
এসময় আশার পক্ষে এ খাদ্য সহায়তা হস্তান্তর করেন ডিভিশনাল ম্যানেজার আশা বরিশাল মোঃ আবু খালেদ রাজু। এসময় উপস্থিত ছিলেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা মোঃ মুনিবুর রহমান, সিনিয়র ডিস্ট্রিক্ট ম্যানেজার আশা বরিশাল মোঃ শরিফুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এসময় প্রত্যেককে পরিবারকে নিত্য প্রয়োজনীয় বাজার চাল ১০ কেজি, ডাল ২ কেজি, আলু ২ কেজি, লবন ১ কেজি, তেল ১ কেজি খাদ্য সামগ্রী হিসেবে জেলা প্রশাসকের মাধ্যমে বিতরণ করা হবে। এসময় জেলা প্রশাসক সকলের প্রতি আহবান জানান, যাঁর যতটুকু সামর্থ আছে ততটুকু দিয়ে কোনায় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে এসে দাঁড়ানোর জন্য।