রির্পোটঃ জাকারিয়া আলম দিপু.
বরিশাল বিভাগীয় প্রশাসন কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধু উদ্যানে তিনদিন ব্যাপি ডিজিটাল উদ্ভাবনী মেলায় নাগরিকদের ডিজিটাল পদ্ধতিতে সরাসরি সেবা দিচ্ছে উপজেলা নির্বাচন অফিস, বরিশাল সদর।আজ মেলার প্রথম দিন উপজেলা নির্বাচন অফিসের স্টলে ছিল সেবা গ্রহনকারীদের উপছেপড়া ভিড়।মেলা উপলক্ষে নির্বাচন কমিশনের বিশেষ সহযোগিতায় নির্বাচন অফিসের সকল ধরণের সেবা তাৎক্ষনিক ভাবে দেওয়া হচ্ছে। অর্থাৎ এখনে ভোটার হলে সাথে সাথে এনআইডি নম্বর এর প্রিন্ট কপি দেওয়া হচ্ছে,সংশোধন যোগ্য এন,আই,ডি এর আবেদন সমুহ তাৎক্ষনিক সংশোধন করা হচ্ছে।এছাড়া ভোটার স্থানান্তরের আবেদন সমুহ তাৎক্ষনিক ভাবে স্থানান্তরিত হচ্ছে।মেলায় ব্যাংক ড্রাপ এর পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে সংশোধন বা হারানো আইডি কাডের ফি তাৎক্ষনিক ভাবে পরিশোধের সুযোগ।ফলে হয়রানি ছাড়াই অতি অল্প সময়ে নাগরিক সেবা পাচ্ছে সেবা গ্রহনকারী।
মেলা চলবে ১১ ও ১২ তারিখ বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত।