রির্পোট -সাজ্জাদ খোশনবীশ.
সিনিয়ার স্টাফ রির্পোটার.
স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন এমপি টাঙ্গাইল লৌহজং নদী পরিদর্শন করেন। বৃ্হস্পতিবার দুপুরে টাঙ্গাইল সদর উপজেলা পরিষদের সম্প্রসারিত ভবন উদ্বোধন অনুষ্ঠান শেষে তিনি স্টেডিয়াম ব্রিজ সংলগ্ন লৌহজং নদী পরিদর্শনে আসেন। মন্ত্রী মহোদয়কে লৌহজং এর পাড়ে ফুলদিয়ে বরণ করে নেন টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ সদস্যবৃন্দসহ নদী উদ্ধার আন্দোলনের কর্মীগণ। এসময় টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ সদস্য সাজ্জাদ খোশনবীশ উদ্ধাকৃত লৌহজং নদীর উন্নয়ন কার্যক্রম শেষ নাহওয়া পর্যন্ত সদ্য পদোন্নতি প্রাপ্ত টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেনকে টাঙ্গাইল থেকে বদলী না করতে অনুরোধ করেন। উপস্থিত টাঙ্গাইলবাসী এ প্রস্তাবে সমর্থন ব্যাক্ত করলে মন্ত্রীমহোদয় এ ব্যাপারে ইতিবাচক সাড়া প্রদান করেন। তিনি টাঙ্গাইলবাসীর অনুরোধের প্রেক্ষিতে জেলা প্রশাসকের নেতৃত্বে অবৈধ দখল হতে সদ্য উদ্ধারকৃত লৌহজং নদীর দুই পাড় বাঁধাই ও এর সৌন্দর্য বর্ধন সহ পাবলিক টয়লেট নির্মাণ ও কানেকটিং ব্রিজ নির্মাণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। একই সাথে প্রধান প্রকৌশলী, এলজিইডি ও নির্বাহী প্রকৌশলী, পানি উন্নয়ন বোর্ড কে যৌথভাবে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়নের লক্ষ্যে মন্ত্রী মহোদয় নির্দেশনা প্রদান করেন। প্রধান প্রকৌশলী বলেন, খুব শীঘ্রই ১৫ সদস্যের একটি কমিটি গঠন করে সরেজমিনে নদী পরিদর্শনের মাধ্যমে পরিকল্পনা গ্রহণপূর্বক প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। সে লক্ষ্যে এলজিআরডি, টাঙ্গাইল কেও নির্দেশনা প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, টাঙ্গাইল সদর আসনের এমপি আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন, টাঙ্গাইল জেলা প্রশাসক মোঃ মাহবুব হোসেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী শ্যামা প্রসাদ অধিকারী, টাঙ্গাইল পৌর মেয়র মোঃ জামিলুর রহমান মিরন, সদর উপজেলা চেয়ারম্যান এডভোকেট মোঃ খোরশেদ আলম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত জাহান, টাঙ্গাইল জেলার রাজনৈতিক ব্যক্তিবর্গ, সুধীজন, টাঙ্গাইল সিটিজেন জার্নালিস্ট গ্রুপ, পরিবেশকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার সংগঠন ও ব্যক্তিবর্গ।
ফটোগ্যালারিঃ