রিপোর্ট ঃজাকারিয়া আলম দিপু
বরিশালের মানুষের প্রাণের গ্রুপ Barisal Problem & Propect – বরিশাল সম্যাসা ও সম্ভাবনা।গ্রুপটি বরিশালের সম্যাসা গুলো সমাধান করে তেমনি বরিশালের সম্ভাবনার কথা বলে চলছে অবিরাম।বরিশালের বানরীপাড়ার সম্ভাবনার কথা পৌছে গেছে আমাদের কাছে।
সিটিজেন জানালিষ্ট মাহাতাব উদ্দিন বিপিপি গ্রুপে ১৭-১১-২০১৬ তারিখে বরিশালে একটি সম্ভাবনার কথা তুলে ধরে। পোষ্টটি হলোঃ
একটি সম্ভাবনার কথাঃ-
বানারীপাড়ার বিশারকান্দি ও ইলুহার ইউনিয়নের পশ্চিম অঞ্চলের অধিকাংশ মানুষ খাটি কৃষক। মাথার ঘাম পায়ে ফেলে সূর্যোদয় হতে সূর্যাস্ত পর্যন্ত রোদ-বৃষ্টি উপেক্ষা করে তারা তাদের জীবিকায় লিপ্ত। ছবিগুলোর দিকে তাকালেই বোঝা যায় তাদের কৃষি দক্ষতা। আর এভাবেই কৃষির মাধ্যমে তারা তাদের আর্থিক পরাধীনতাকে করেছে পরাজিত।
(Visited ৩ times, ১ visits today)