বরিশালে গত ২৪ ঘন্টায় আরো তিন জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এই নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২০ জনে। তারা তিনজন হলেন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত চিকিৎসক। তারা তিনজন বরিশাল সদরে বসবাস করেন। আজ শনিবার বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজর মাইক্রোবায়লোজি বিভাগে স্থাপিত আরটি-পিসিআর ল্যাবে তাদের নমুনা পরীক্ষা করা হলে রিপোর্ট পরেজটিভ আসে।
বরিশাল সদরে যে ৫ জনের করোনা শনাক্ত হয়েছে এদের মধ্যে ৩ জন শেবাচিম এর কর্মরত চিকিৎসক, একজন শিক্ষার্থী ও অপরজন শেবাচিমের নার্স। বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান জানান, রিপোর্ট পাওয়ার পর পরই ওই ৩ ব্যাক্তির অবস্থান অনুযায়ী তাদের লকডাউন করা হয়েছে তাদের আশপাশের বসবাসের অবস্থান নিশ্চিত করে লকডাউন করার প্রক্রিয়া চলচ্ছে।
পাশাপাশি তাদের তিন জনের অবস্থান এবং কোন কোন স্থানে যাতায়াত ও কাদের সংস্পর্শে ছিলেন তা চিহ্নিত করার কাজ চলছে। সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। বরিশাল জেলায় করোনা আক্রান্ত উপজেলা সমূহ হল বাবুগঞ্জ ৮ জন, বরিশাল সদর ৫ জন, মুলাদী ১ জন , হিজলা ১ জন, আগৈলঝাড়া ১ জন, গৌরনদীতে ২ জন, মেহেন্দীগঞ্জ ১ জন এবং বাকেরগঞ্জে ১জন করে করোনা রোগী শনাক্ত করা হয়। উল্লেখ্য গত ১২ এপ্রিল বরিশাল জেলায় প্রথমবারের মতো ২ জন রোগীর করোনা শনাক্ত হয়।