বিশ্ব আজ থেমে গেছে প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে। করোনা ভাইরাসে আক্রান্তদের মাঝে চিকিৎসা সেবা নিশ্চিত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন চিকিৎসকসহ সংশ্লিষ্ঠরা। আজ ১৫ এপ্রিল বুধবার দুপুর ১২ টার দিনে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বিজিএমইএ এর পক্ষ থেকে প্রেরিত পিপিই।
বরিশাল জেলা প্রশাসন এর পক্ষ থেকে বরিশাল সিভিল সার্জনের কার্যালয় ও শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা সেবায় নিয়োজিত ব্যক্তিদের জন্য ১২০ পিস করে মোট ২৪০ পিস পিপিই বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) বরিশাল শহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বরিশাল তৌহিদুজ্জামান পাভেলসহ বিজিএমইএ, শেবাচিম এবং সিভিল সার্জন এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(Visited ১ times, ১ visits today)