বরিশালে প্রথম বারের মতো করোনা রোগি সনাক্ত হয়েছে। এদের একজন বাকেরগঞ্জের উপজেলার এবং অন্যজন মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধীণ দুই রোগীর নমুনা পরীক্ষার পর তা পজিটিভ এসেছে। আজ বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন।
এদিকে করোনা ভাইরাস সংক্রামন এড়াতে বরিশালকে লকডাউন ঘোষণা করেছেন বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।
এক বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানায়, করোনা ভাইরাস নিয়ন্ত্রন ও প্রতিরোধ সংক্রান্ত বরিশাল জেলা কমিটির সভায় সিদ্ধান্ত এবং শেবাচিম হাসপাতালের পরিচালক ও সিভিল সার্জনের সুপারিশক্রমে সংশ্লিষ্ট সকলের সাথে আলোচনাক্রমে বরিশাল জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
(Visited ৪ times, ১ visits today)