রবিবার , ১২ এপ্রিল ২০২০ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. Featured
  2. অন্যান্য খেলার সংবাদ
  3. অন্যান্য ধর্ম
  4. অপরাদ
  5. অর্থনীতি
  6. অলটাইম নিউজ লেটার
  7. আইটি টেক
  8. আইন – আদালত
  9. আইন শৃংখলা বাহিনী
  10. আন্তর্জাতিক
  11. আবহাওয়া বার্তা
  12. ইসলাম
  13. উদ্যোগ এবং পরিবর্তন
  14. ওয়েবসাইট
  15. কবিতা

বরিশালে উদ্ধারকৃত অজ্ঞাত নারীর লাশের দাফন সম্পন্ন

প্রতিবেদক
Alltime BD News24 .com
এপ্রিল ১২, ২০২০ ১২:২১ পূর্বাহ্ণ

বরিশালের আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকায় উদ্ধার হওয়া ষাটোর্ধ অজ্ঞাত এক নারীর মরদেহ বেওয়ারিশ হিসেবে আঞ্জুমান-ই হেমায়েত-ই ইসলামের উদ্যোগে দাফন করা হয়েছে। আজ শনিবার দুপুরে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে ময়না তদন্ত শেষে তার মরদেহ মুসলিম গোরস্থানে দাফন করা হয়।

এর আগে গতকাল শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে ওই উপজেলার বাকাল ইউনিয়নের পয়সা-কদমবাড়ি সড়কের পয়সারহাট ব্রিজের নীচ থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয় বলে জানান আগৈলঝাড়া থানার ওসি মো. আফজাল হোসেন।

ওই নারীর পরিচয় জানতে স্থানীয়দের সহযোগীতায় বিভিন্ন স্থানসহ সামাজিক যোগাযোগ মাধ্যমেও সন্ধান চালানো হয়। পরিচয় না পেয়ে প্রাথমিকভাকে অপমৃত্যু মামলা দায়ের করে তার মরদেহ অজ্ঞাত হিসেবে দাফন করা হয় বলে জানিয়েছেন ওসি আফজাল হোসেন।
ওসি আরও জানান, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করতেন এবং মানুষের কাছ থেকে চেয়ে খাবার খেতেন। এ কারনে উপজেলাবাসী মুখ চেনা হলেও তার পরিচয় কেউ বলতে পারেনি। আর ওই নারী বার্ধক্যজনিত কারনে মারা গেছেন ধারনা করে তার নমুনা সংগ্রহ করেনি সংশ্লিস্ট কর্তৃপক্ষ।

(Visited ২ times, ১ visits today)

সর্বশেষ - অর্থনীতি

আপনার জন্য নির্বাচিত