বরগুনার বেতাগী উপজেলার পৌর শহরে করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহে দুইটি বাড়ি লক ডাউন করেছে উপজেলা প্রশাসন। আজ বুধবার (৮ এপ্রিল) বিকাল ৫ টার দিকে খবর পেয়ে পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের দুটি বাড়ি লকডাউন করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, বেতাগী পৌর এলাকার ৮ নম্বর ওয়ার্ডের বারেক প্যাদার ছেলে স্বপন প্যাদা ও কালাম প্যাদার ছেলে শামীম প্যাদ কয়েকদিন আগে ঢাকা থেকে বেতাগী আসে। তাদের কোন এক আত্মীয় করোনায় আক্রান্ত এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এলাকাবাসী প্রশাসনকে বিষয়টি জানালে বুধবার বিকালে তাদের বাড়ি লক ডাউন করে উপজেলা প্রশাসন।
বেতাগী উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাজীব আহসান বলেন,’ সম্প্রতি দুই ব্যক্তি ঢাকা থেকে বাড়িতে আসে। তাদের কোন এক আত্মীয় করোনায় আক্রান্ত এমন খবরে এলাকাবাসীর মধ্যে আতঙ্কিত হয়ে পরলে তাদের বাড়ি দুইটি লক ডাউন করে দেওয়া হয়েছে। খাবার সহ কোন কিছু প্রয়োজন হলে উপজেলা প্রশাসনের পক্ষ ওই বাড়িতে পৌছে দেওয়া হবে।’