দেশের এই সংকটময় ও ভয়াবহ পরিস্থিতে অসহায় মানুষদের মাঝে নিজ অর্থায়ন খাদ্য বিতরন করেন, বিসিসির ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর এস.এম আনিছুর রহমান শরীফের পুএ ফারদীন শরীফ অপি।
ফারদীন শরীফ অপি ব্যাক্তিগত উদ্যোগে,ওয়ার্ডের অধিকাংশ গরীব -দুঃখী মানুষের মাঝে এান হিসেবে ৫ কেজি চাল,২ কেজি আলু,১ কেজি ডাল, ১ কেজি পিয়াজ,১ টি করে তেল ও সাবান বিতরন করেন। সে এই করোনাভাইরাস প্রতিরোধে সকল অসহায় দুস্থ মানুষের মাঝে সব সময় থাকায় আশা ব্যাক্ত করেন।
(Visited ২ times, ১ visits today)