আজ ১৮ মার্চ বুধবার বিকেল ৪ টার দিকে মুলাদী উপজেলায় মোবাইল কোর্ট অভিযান চালিয়ে ২ জন বিদেশ ফেরত ব্যক্তিকে হোমকোয়ারেন্টাইনে না থাকার অপরাধে এবং সরকারি নির্দেশনা অমান্য করায় মোবাইল কোর্টের মাধ্যমে ইটালি ফেরত রিপন কবিরাজকে ৫ হাজার টাকা এবং সিঙ্গাপুর ফেরত কামরুল আহসান কে ৫ হাজার টাকা করে মোট ১০ হাজার টাকা জরিমানা আদায় করেন পাশাপাশি তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য নির্দেশ প্রদান করেন।
মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মুলাদী শুভ্রা দাস এসময় মুলাদী থানা পুলিশের একটি টিম সহযোগিতা করেন। এদিকে আজ বরিশালে দুপুর ১২ টার দিকে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে সরকারি নির্দেশ অমান্য করে কোচিং সেন্টার চালু রাখার অপরাধে ১ জন ব্যাক্তিকে ৫ দিনের জেল প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল।
(Visited ১ times, ১ visits today)