রাজধানীর তেজগাঁও পূর্ব তেজতুরী বাজার এলাকার একটি বাসায় আফরা আনিকা মৈত্রী (২১) নামের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার করেছে তেজগাঁও থানা পুলিশ।
মঙ্গলবার (৭ই মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
মৃত আফরা নোয়াখালী জেলার সুধারাম উপজেলার খন্দকার গ্রামের আশরাফ উদ্দিনের মেয়ে।
তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন জানান, মৃত আফরা তেজগাঁও পূর্ব তেজতুরী বাজারের ৮১ নম্বর বাসায় পরিবারের সাথে থাকতো। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং তৃতীয় বর্ষের ছাত্রী। ধারণা করা হচ্ছে দুপুর ১টা থেকে ২টার মধ্যে যে কোন সময় দরজা বন্ধ করে সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
(Visited ৫ times, ১ visits today)