ভোলায় মোটরসাইকেল ট্রলির মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে।
বুধবার (১১ মার্চ) বেলা সাড়ে বারোটার দিকে ভোলা-লক্ষ্মীপুর মহাসড়কের ইলিশা তুলাতলি গোডাউন এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত চালকের নাম সোহাগ হোসেন (১৮)। সে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মৃত্যু বেলায়েত হোসেনের ছেলে বলে জানা গেছে।
এদিকে ঘটনার পর থেকে ট্রলির চালক ও হেলপার পলাতক রয়েছে।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, বেপরোয়া গতিতে মোটরসাইকেলটি ইলিশা থেকে ভোলার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোডাউন এলাকায় আসলে নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি ট্রলির মুখোমুখি ধাক্কা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
ভোলা সদর মডেল থানার আওতাধীন ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রতন কুমার শীল জানান, নিহত চালকের লাশ উদ্ধার করে ভোলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ট্রলিটি পুলিশ হেফাজতে রয়েছে। চালক হেলপার পলাতক রয়েছে।