মুশফিকুর রহমান পলাশ,ঝালকাঠী জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির রাজাপুরে বিদেশ ফেরত ৪ ব্যক্তিকে স্ব স্ব পরিবারের নির্ধারিত কক্ষে কোয়ারেন্টাইনে রেখেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। এদের মধ্যে সৌদি প্রবাসী ২জন, চীন প্রবাসী ১ জন ও ইটালি প্রবাসী ১ জন।
রাজাপুর স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচও আবুল খায়ের রাসেল জানান, বিদেশ ফেরত এসব ব্যক্তিরা জ¦র, কাশি, সর্দি, বুকে ব্যাথা অনুভবসহ কিছু কিছু লক্ষণ দেখে তাদের বিশেষ পর্যবেক্ষনে রাখা হয়েছে। নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা ও স্বাস্থ্য সেবা দেয়া হচ্ছে। তবে স্বাস্থ্য পরীক্ষায় তাদের শরীরে করোনা ভাইরাস পাওয়া যায়নি।
তাদের নিজ বাড়িতে বিশেষ পর্যবেক্ষনে আছেন। তবে তাদের স্বাস্থ্যগত কোন সমস্য নেই। আতঙ্কিত না হয়ে সবাইকে পরিষ্কার পরিচ্ছন্ন ও সচেতন হতে বলেছেন তিনি।
(Visited ৯ times, ১ visits today)