আজ ৩ মার্চ মঙ্গলবার বিকাল ৫ টার দিকে সমাজসেবা অধিদফতর বরিশাল এর আয়োজনে সরকারি শিশু পরিবার বালিকা (দক্ষিণ) বরিশাল সমাজসেবা অধিদফতরাধীন সরকারি শিশু পরিবার ও অন্যান্য প্রতিষ্ঠানের নিবাসীদের অভ্যন্তরীণ বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-পরিচালক জেলা সমাজসেবা কার্যালয় বরিশাল মোঃ আল মামুন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সহসভাপতি জেলা আওয়ামীলীগ বরিশাল মোঃ হোসেন চৌধুরী, প্রাবেশন অফিসার জেলা প্রশাসকের কার্যালয় বরিশাল সাজ্জাদ পারভেজ, জেলা কালচারাল অফিসার বরিশাল হাসান রশিদ মাকসুদ, প্রকাশক ও সম্পাদক দৈনিক পরিবর্তন কাজী মিরাজসহ সমাজসেবা অধিদফতরের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন। শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার পাশাপাশি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও সমাজসেবার বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন। পরে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ী শিশু নিবাসীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। পরিশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।।
(Visited ১ times, ১ visits today)