চরফ্যাশন উপজেলা ওমরপুর গাফুরিয়া ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ আবু কাজি নারীদের হাতে লাঞ্চিত হওয়ার সংবাদ পাওয়া গেছে।
জানা যায়, উপাধ্যক্ষের সদ্য ডিভোর্সকৃত স্ত্রী করিমা বেগম সাথে জমি বিরোধের জের ধরে শুক্রবার কথা কাটাকাটির এক পর্যায়ে কারিমাসহ তার বোনেরা তার উপর চড়াও হয়ে তাকে গনধোলাই দেয়।
এই ঘটনায় ক্ষিপ্ত হয়ে কারিমার নামে তার মাওই‘র দায়েরকৃত চুরি মামলায় গ্রেফতারী পরোয়ানাকে কাজে লাগিয়ে ওই মামলায় থানা পুলিশ দিয়ে শনিবার তাকে গ্রেফতার করিয়েছে। উপাধ্যক্ষ আবু কাজি নারীদের হাতে গনধোলাইর প্রসংগে মোবাইল ফোনে বলেন, ভাই এটা মানসম্মানের ব্যাপার, তাই কাউকে জানানো হয়নি।
(Visited ৫ times, ১ visits today)