বরিশাল নগরীতে অগ্নিকাণ্ডে চারটি বাড়ি পুড়ে গেছে। এতে বাড়িগুলোর মধ্যে থাকা আসবাবপত্রগুলো পুড়ে ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তর বগুড়া রোডের কাজী হাউজের একটি ভাড়াটিয়া বাসা থেকে এ আগুনের সূত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
কাজি হাউজের মালিক এখলাছ উদ্দিন আহম্মেদ জানান, আগুনে তার ১টি ৩ তলা বাড়ি ও ৩টি টিন সেড বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
বরিশাল নগর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর দেবাশীষ জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নিরূপণ করা হয়নি।
(Visited ২ times, ১ visits today)